ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল হক বাবু এবং সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমানসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর(সোমবার) স্থানীয় জনতা তাদের পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন তারা।
এ ব্যাপরে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন।
এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন।
ঠিকানা/এএস