Thikana News
১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গুতে ১৪ দিনে ২৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে ১৪ দিনে ২৩ জনের মৃত্যু ছবি সংগৃহীত


চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে সারা দেশে ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া  শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন এবং উত্তর সিটি করপোরেশনে একজন রয়েছেন।

নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ডিএসসিসিতে ১৯০, ডিএনসিসিতে ১৬৯, ঢাকা মহানগরের বাইরের হাসপাতালগুলোতে ৪৬, বরিশাল বিভাগে ৫৪, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন করে, খুলনা বিভাগে ২০, রংপুর বিভাগে ১২ ও রাজশাহী বিভাগে ৯ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ১০৬ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৮৯ ডেঙ্গু রোগী। এর মধ্যে চলতি মাসে এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৭৪৮, মারা গেছেন ২৩ জন।

২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়। এ সময় সারা দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন মানুষ আক্রান্ত ও ১ হাজার ৭০৫ জন মারা যান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স