ইসরায়েল সেনাবাহিনীতে পদত্যাগের ঢেউ উঠেছে। এবার পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির সেনাপ্রধান হারজি হালেভি। ডিসেম্বরের দিকে তিনি পদত্যাগ করতে পারেন বলে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদুলু এজেন্সি
মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা মোকাবিলায় ব্যর্থতার দায়ে নিয়ে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। ইসরায়েলি টেভিলিশন ট্যানেল ১২ তে বলা হয়েছে, এ বছরের শেষেই সেনাপ্রধান প্রদত্যাগ করবেন। ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।
সারিয়েলে ইসরায়েল সেনাবাহিনীর সাত শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনিও ৭ অক্টোবরের ব্যর্থতার দায় কাধে নিয়ে পদত্যাগ করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে ইউনিট কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়। গত তিন মাসে ইসরায়েল সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।
ঠিকানা/এএস