Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কবে লোডশেডিং কমবে, জানালেন পরিবেশ উপদেষ্টা

কবে লোডশেডিং কমবে, জানালেন পরিবেশ উপদেষ্টা ছবি : সংগৃহীত
পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, লোডশেডিংয়ের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। আগামী দু-তিন সপ্তাহের মধ্যে লোডশেডিং সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংস্কারের পরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশন শেষ করে দেশে ফিরলেই ৬টি কমিশনের পূর্ণাঙ্গ রূপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক চলে। বৈঠকে ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা। এ ছাড়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স