Thikana News
১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শামুকের গান...

শামুকের গান...


আমার হৃদয়ে আমি ধরি; এক সাগরের গর্জন,
তার বিশালতা; তার গভীরতা-তুমুল আন্দোলন।
ক্রুদ্ধ ঢেউয়ের; ক্ষুব্ধ ঝঞ্ঝা-ঝিরি ঝিরি মৃদু বায়ু,
শান্ত নিথর ছোট ছোট ঢেউ; সৈকতে পরমায়ুÑ

যারা খুঁজে ফেরে তারা বোঝে না তো! আপাত বিপ্রতীপÑ
সরব নীরব সাগরের ব্যথা; সুখ আনন্দ টিপ।
শামুকের মুখে কান লাগিয়েছ? শুনেছ কি গান গায়!
বেলাভূমে চরে; নড়ে না সে তবু! একটি জীবন যায়-

শব্দবিহীন। বুকে ধরে যত; বোধ ব্যথা অভিমান,
যত উষ্ণতা; যত প্রণয়ের তরল সুরেলা গান-
নিশ্চয় গায়; নিশ্চয়ই শোনে-কেউ তার পাশে এসে,
কঠিন খোলসে ঢাকা দুই দেহ-পাশাপাশি ঘষে ঘষে।

আমার হৃদয়ে সাগরের ঢেউ; সাগরতলার খনি,
প্রবাল পাথর; ঝিনুকের বুকে দুর্লভ দামি মণি,
রয়েছে সাজানো গভীর গোপন; নিভৃত তলদেশে,
পাতালপুরীর রাজার রাজ্য; কালো পাথরের বেশ-

কত শত যুগ; দৈত্যের শাপে-কৃষ্ণ জাদুর মোহে,
গাছে ফুল ফল; সোনা ও রুপারÑসোনার পাখিরা গাহে-
অশ্রুত সুরে, আমি শুধু শুনি; শুনবার কেউ নাই,
নিজেকে শোনায়ে-রকমারি সুরে, তাহাদের গান গাই।

কেউ আছ নাকি? এই বুকে পেতেÑআগ্রহী দুটি কান,
নীরবে শুনবে-নীল সমুদ্র আর শামুকের গান?

কমেন্ট বক্স