Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রাফির ‘ব্ল্যাক মানি’তে নায়িকা হচ্ছেন তানজিন তিশা

রাফির ‘ব্ল্যাক মানি’তে নায়িকা হচ্ছেন তানজিন তিশা
নির্মাতা রায়হান রাফি ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। যেটির প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্লাটফর্ম বঙ্গ।
সিরিজটির মাধ্যমে প্রথমবার রাফির সঙ্গে কাজ করতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে। এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

সূত্রের খবর, এরই মধ্যে একাধিক মিটিং সেরেছেন রাফি ও তিশা। মৌখিকভাবে প্রায় সব কিছুই চূড়ান্ত। দুই একদিনের মধ্যে আনুষ্ঠিক ঘোষণাও আসবে। 

এ প্রসঙ্গে বঙ্গের প্রধান কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু গণমাধ্যমকে জানান, ব্ল্যাক মানি শুটিং শুরু হবে দ্রুতই। আমরা অফিসিয়ালি সব কিছু জানাব। তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না। তানজিন তিশা করছেন না জানতে চাইলেও এড়িয়ে যান তিনি। 
 
তবে জানা গেছে চালতি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে শুটিং শুরু হবে ‘ব্ল্যাক মানি’র। এতে মূখ্য চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। শিগগিরই তিশার সঙ্গে বাকি শিল্পীদেরও নাম জানানো হবে।

এর আগে ‘ব্ল্যাক মানি’ রাফি প্রসঙ্গে জানিয়েছিল, সিরিজটি দিয়ে বঙ্গর সাথে আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরণের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন ধরণের এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স