Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নাইজেরিয়ায় জ্বালানি ট্রাকে বিস্ফোরণ, নিহত ৪৮ 

নাইজেরিয়ায় জ্বালানি ট্রাকে বিস্ফোরণ, নিহত ৪৮  ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। ছবি সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে একটি জ্বালানি ট্রাক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। জ্বালানি ট্রাকের সঙ্গে আরেক গাড়ির সংঘর্ষের পরেই এই বিস্ফোরণ হয়েছে। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে বলেছে, জ্বালানি ট্রাকটির সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপরেই বিস্ফোরণ হয়। এতে আরও বেশকিছু গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে। 

সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম ৪৮ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। নাইজারের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির ডিরেক্টর জেনারেল আব্দুল্লাহি বাবা-আরব বলেন, ঘটনাস্থলে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।  

বাবা-আরব বলেন, প্রাথমিকভাবে ৩০ জনের মরদেহ পাওয়া যায়। তবে পরবর্তীতে আরও ১৮ জনের পোড়া লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স