বলিউডে আত্মপ্রকাশের পর থেকেই মা হেমা মালিনীর সঙ্গে তুলনার মুখে পড়তে হয়েছে এষা দেওলকে। ১৮ বছরে তার প্রথম ছবি। স্বাভাবিকভাবেই এ ধরনের সমালোচনা শুনে ভেঙে পড়েছিলেন এষা। তার কথায়, 'আমার তখন মাত্র প্রথম ছবি। মা দুশো ছবিতে অভিনয় করে ফেলেছেন। মায়ের অভিনয়ের সঙ্গে আমার তুলনা কী ভাবে করছে?'
অভিনেত্রীকে নিয়ে গভীরভাবে লেখালিখি হয় সেই সময়। তার মুখমণ্ডল নাকি নায়িকাসুলভ নয়! যদিও পর্দায় নিজেকে দেখে অভিনেত্রীর মনে হয়েছিল, চরিত্রের সঙ্গে মানানসই লাগছে তাকে। হেমা মালিনী মেয়েকে বলেছিলেন, “তুমি ভুল পেশায় রয়েছ। কিন্তু কেন বলেছিলেন কথাটি?
সে সময় পুরো বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে কথা বলেন এষা। মাকে জানান, তাকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তাতে রীতিমতো ভেঙে পড়ছেন তিনি। তার কথায়, 'মাকে বলেছিলাম, আমাকে নিয়ে যে ধরনের প্রতিবেদন লেখা হচ্ছে তাতে আমি খুবই বিপর্যস্ত। কী ভাবে সামলাব বুঝতে পারছি না।' মেয়ের কথা শুনে হেমা প্রশ্ন করেছিলেন, 'তুমি এখানে কেন?' মায়ের প্রশ্নের জবাবে এষা বলেছিলেন, 'ছোটবেলা থেকেই অভিনয়ের ইচ্ছে আমার।'
এর পরে হেমা বলেন, 'তা হলে নিজের লক্ষ্যে স্থির থাক। এটা তোমার পেশার অংশ মাত্র। তুমি আমার মেয়ে, তুলনা তো হবেই। কিন্তু তুমি যদি এতে প্রভাবিত হয়ে পড়, তা হলে তুমি ভুল পেশা বেছে নিয়েছ।' তিনি আরও যোগ করেন, 'যদি মনে হয় সামলাতে পারবে, তা হলেই এগিয়ে যাও এই পেশায়।' এষা দেওল এই কথা স্মরণ করে জানান, মায়ের পরামর্শই তার জীবনের পথ প্রদর্শক।
ঠিকানা/এসআর