Thikana News
১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতের উত্তর প্রদেশে ভবন ধস, ৫ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে ভবন ধস, ৫ জনের মৃত্যু লখনৌয়ের ট্রান্সপোর্ট নগরে একটি চারতলা ভবন ধসে পড়ে। ছবি: সংগৃহীত


ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ে ভারি বৃষ্টিপাতের মধ্যে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। আরও অনেকেই ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদন মতে, ৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে লখনৌয়ের ট্রান্সপোর্ট নগরে দুর্ঘটনাটি ঘটে। লখনৌ পুলিশ জানিয়েছে, আচমকা ধসে পড়ে একটি চারতলা ভবন। ভবন ধসের পরই শুরু হয় উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে ২৮ জনকে। 
 
পুলিশ আরও জানিয়েছে, চারতলা ভবনটি গোডাউন হিসেবে ব্যবহার করা হত। বিকেল পাঁচটা নাগাদ আচমকা সেটি ধসে পড়ে। ভবনের পাশেই একটি ট্রাক রাখা ছিল। ধসে সেই ট্রাকটিও চাপা পড়ে।
 
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ। এখনও অনেকেই আটকা আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স