প্রতিশোধ ও বিচারের ভয়ে গণহত্যাকারী শেখ হাসিনার লোকজন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। গুম-খুনে জড়িত স্বৈরাচার হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা পলাতক রয়েছেন। বাংলাদেশে চলমান অবস্থাকে প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশীত স্বপ্নের মতো বলে মনে করছেন। খবর সাউথ চায়না মরনিং পোস্টের।
চীনা গণমাধ্যমটি বাংলাদেশ নিয়ে প্রকাশিত দুটি প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৫ বছরেরও বেশি সময় ধরে গুম-খুন, নিপীড়নকারীদের ওপর জনগণ তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে এবং দোষীদের সর্বোচ্চ বিচার চাচ্ছে। তবে, গণহত্যায় হাসিনার সহযোগী দোষী হাজারও নেতাকর্মী এবং পুলিশ ও সেনা কর্মকর্তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়ছে, দোষীদের অনেকে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে আশ্রয় নিয়েছেন।
ইটস লাইক আ ড্রিম শীর্ষক অপর এক প্রতিবেদনে সাউথ চায়না মরনিং পোস্ট বলছে, বিদেশে কর্মরত বাংলাদেশের অর্ধকোটি শ্রমিক স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনার পতনকে স্বপ্নের মতো মনে করছেন, নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছেন।
ঠিকানা/এসআর