Thikana News
১৩ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

আনসার আন্দোলনে ইন্ধনদাতা ২ আনসার সদস্য গ্রেপ্তার

আনসার আন্দোলনে ইন্ধনদাতা ২ আনসার সদস্য গ্রেপ্তার ছবি : সংগৃহীত


সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাদের সাভার ও রামু থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আনসার সদস্যরা হলেন- মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। 

আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে সাভার থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে।

অপর আনসার সদস্য মো. মিজানুর রহমান তুহিনকে কক্সবাজার জেলা পুলিশ রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেপ্তার করে। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স