Thikana News
১৩ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বন্যায় মৃত্যু বেড়ে ৭১, ক্ষতিগ্রস্ত ৫০ লাখেরও বেশি মানুষ

বন্যায় মৃত্যু বেড়ে ৭১, ক্ষতিগ্রস্ত ৫০ লাখেরও বেশি মানুষ ছবি : সংগৃহীত


দেশের ১১টি জেলায় বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু এবং ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসময় ত্রাণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় মৃতের সংখ্যা ৭১ জন। এর মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ৭ জন এবং শিশু ১৯ জন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফেনীতে ২৮, কুমিল্লায় ১৯, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ এবং মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। নিখোঁজ আছেন ১ জন (মৌলভীবাজার)।

এসময় ত্রাণ উপদেষ্টা বলেন, বন্যা মোকাবেলার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। পুনর্বাসনেও সাথে থাকবে সরকার ও দেশের মানুষ।  তিনি বলেন, বন্যায় মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরুপণ ও পুনর্বাসনে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স