Thikana News
১৩ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়, শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়, শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত


পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

জয়ের পর তিনি ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে এ অভিনন্দন জানান।  তিনি শান্ত ও গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধন দেওয়া হবে।

রাওয়ালপিন্ডিতে আজ বাবরদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগের টেস্টও জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে প্রথম বারের মতো তাদের ধবল ধোলাই করল শান্তরা। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স