Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি


ইউটিউবার ও সদ্যসমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মেরে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এজন্য তিনি নিজের নিরাপত্তা চেয়ে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাজধানী ঢাকার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ২৪ জুলাই (সোমবার) দিনগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তি হিরো আলমের মুঠোফোনে কল দিয়ে হত্যার হুমকি দেওয়ার পর তিনি এ জিডি করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হিরো আলম জানান, সোমবার মধ্যরাতে জিডি করা হয়। জিডি নম্বর ১৩৬১।

হিরো আলম দাবি করেন, ‘একটি নম্বর থেকে কল আসে। নিজের নাম-পরিচয় না দিয়ে এক ভাইয়ের কথা বলছিল বারবার। আমাকে হুমকি দিয়ে বলে, আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিব। আমি আসতেছি। মামলা দিছস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি। এভাবে বারবার গালিগালাজ করে ও অনবরত হুমকি দিতে থাকে।’

হিরো আলম আরও বলেন, ‘আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজ হত্যার হুমকি পেলাম। আমি মনে করছি, কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রটেকশনেও রক্ষা পায় না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। হত্যার হুমকির বিষয়টি ইতোমধ্যে আমি ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছি। হাতিরঝিল থানায় তো জিডিই করেছি।’

জিডিতে হিরো আলম উল্লেখ করেন, ‘আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে রাত ৯টা ৪৩ মিনিটে রাত ৯টা ৫৪ মিনিটে এবং রাত ১১টা ১৮ মিনিটে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নং 01323792… হতে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে, সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বলেন, ‘একটি জিডি করেছেন হিরো আলম। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স