ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে আটক করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকার বংশাল থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন।
তিনি বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, আপাতত বলা যাচ্ছে না।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


