Thikana News
০৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ঢামেকে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, আটক ৪

ঢামেকে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২, আটক ৪
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় চাপাতিসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-বাপি মিয়া (২৪), আদিব (২৩), নাসির (২৫) ও নাবিল (২৭)। তারা সবাই রাজধানীর খিলগাঁও থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে শাকিল (২১) ও রনি (২২) নামে দুইজন আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে অপর গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে যায়। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেনাবাহিনী এসে ৪জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করে।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স