চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা চীন সফরে গিয়েছেন।
আজ ২৪ জুলাই সোমবার দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে তারা চীনের কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করেন।
চীন সফরকারী বামপন্থী দলগুলোর এ প্রতিনিধি দলে আছেন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা, লুৎফুন নেসা খান।
এই সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহসভাপতি আহামেদ আলী।
বামপন্থী রাজনৈতিক নেতারা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিলিত হবেন।
এই সফরের প্রাক্কালে রোববার সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং আজ সোমবার দুপুরে নেতাদের বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ঠিকানা/এনআই