Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মনের আকাশ

মনের আকাশ
মনের আকাশ ঢাকলে মেঘে
বিষাদ ছুঁয়ে দুঃখ নামে,
থামলে সে মেঘ আসে আলো
আসে চিঠি সুখের খামে!
দুঃখ-সুখের ভেলায় ভেসে
ছোটে সবার জীবনতরী,
রৌদ্র মেঘের আকাশ যেমন
আঁধার আলোয় থাকে ভরি।

ভাবনা যেমন যার যে রকম
হয় সেই রকম কর্মধারা,
কাজের গুণে কেউ ডুবে যায়
কেউ আকাশের সাজে তারা।
ভাবনা হলো বাতাস সম
নিয়ন্ত্রণের বাইরে গেলে,
নেমে আসে ঝড় ও তুফান
কষ্ট ওড়ে ডানা মেলে!

মনঃসংযোগ স্থির করে যেই
যায় এগিয়ে সকল কাজে,
লক্ষ্যে তারা পৌঁছে ঠিকই
বরেণ্য হয় সবার মাঝে।
রুচি ভেদে মনের আকাশ
বিবর্ণ হয় ছড়ায় আলো,
সবচে’ সুখী কম চাওয়া যার
বাসতে পারে সবাই ভালো।
 

কমেন্ট বক্স