স্কুটিতে বাড়তি রড যুক্ত করে তাতে বাঁধা হয়েছে মাইক ও প্ল্যাকার্ড। অন্য একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুটিতে বসে আছেন এক ব্যক্তি। প্ল্যাকার্ডে শোভা পাচ্ছে বলিউড অভিনেতা অজয় দেবগনের ছবি। তাতে লেখা : ‘অজয় দেবগনের জন্য ভিক্ষা করার আন্দোলন।’
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি অনলাইন গেমিং এবং এর বিজ্ঞাপনের বিরুদ্ধে প্রতিবাদ করছি। এই সেলিব্রিটিদের ঈশ্বরের কৃপায় অনেক কিছু আছে। তবু তারা অনলাইন গেমিংয়ের প্রচার করছেন, যা তরুণদের ওপর ভীষণ খারাপ প্রভাব ফেলছে।’
ভিক্ষা করে সংগৃহীত অর্থ অজয়ের হাতে তুলে দেবেন ওই ব্যক্তি। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এই ভিক্ষার আন্দোলন চালিয়ে যাব এবং যে অর্থ সংগ্রহ হবে, তা অজয় দেবগনকে দেব, যাতে তিনি এ ধরনের বিজ্ঞাপনের অংশ না হন। আপনার যদি আরও অর্থের প্রয়োজন হয়, আমি আবার ভিক্ষা করব এবং আপনাকে টাকা পাঠাব। কিন্তু দয়া করে এ ধরনের বিজ্ঞাপনগুলোকে সমর্থন করবেন না। আমি গান্ধীগিরি স্টাইলে অনুরোধ করছি।’
মুম্বাই নিউজ জানিয়েছে, নাসিকের এই ব্যক্তি অভিনেতা অজয় দেবগনের অনলাইন গেমিং বিজ্ঞাপনের প্রচারে ভীষণ ক্ষুব্ধ। তাই অজয়ের জন্য ভিক্ষা করছেন তিনি।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                