Thikana News
০৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বন্যার্তদের জন্য আজ গাইবে তুহিনের আভাস

বন্যার্তদের জন্য আজ গাইবে তুহিনের আভাস
বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছে আমার বাংলা ফাউন্ডেশন ও ধানমন্ডি ইয়ুথ নামের দুটি সংগঠন। ৩০ আগস্ট (শুক্রবার) বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে বসছে এই কনসার্ট। নূন্যতম ৫০ টাকার বিনিময়ে কনসার্টটি উপভোগ করা যাবে বলে জানান আয়োজকরা। সংগৃহিত অর্থ যাবে দেশের বন্যার্ত মানুষের সহায়তায়। এমনটাই জানিয়েছেন ব্যান্ড আভাসের প্রতিষ্ঠাতা লিড ভোকাল তানযীর তুহিন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৯ আগস্ট (বৃহস্পতিবার) এক পোস্টে কনসার্টের বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন তুহিন সেখানেই বিস্তারিত উঠে এসেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, আভাস বন্যার্তদের জন্য আমরা, কনসার্ট। ক্যাপশনের সঙ্গে কনসার্টের স্থান এবং সময় জানিয়ে দিয়েছেন তুহিন।  

‘বন্যার্তদের জন্য আমরা’ স্লোগানে আয়োজিত এই কনসার্টে আভাসা ছাড়াও গাইবে গান বাহন, ঘাস ফড়িং, মানচিত্র, ১.০, ইসমাইল এন্ড ব্রাদারসহ আরো কয়েকটি দল। শুক্রবার বিকেল ৩টা থেকে রবীন্দ্র সরেবরে বসছে এই কনসার্ট। যেখানে ‘আভাস’ পারফর্ম করবে সন্ধ্যা ৭টায়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স