Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ : ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ : ফখরুল ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আশা করি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস দেশপ্রেম, আন্তরিকতা ও যোগ্যতা দিয়ে দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে পারবেন। একই সঙ্গে তিনি একটা নির্বাচনের ঘোষণা দিতে পারবেন।

অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে বলেও জানান বিএনপির মহাসচিব।

নির্বাচনের কবে হবে এ বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, কত দিনের মধ্যে নির্বাচন দিতে পারবেন, তারাই (সরকার) জানাবেন। আমরা কোনো তারিখ বলিনি, তারাই তারিখ বলবেন।

এর আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। দেড় ঘণ্টার ওই বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স