Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সিলেটে জেলে হত্যার ২২ বছর পর চারজনের মৃত্যুদণ্ড

সিলেটে জেলে হত্যার ২২ বছর পর চারজনের মৃত্যুদণ্ড
২০০১ সালে গোয়াইনঘাটে খালের দখলকে কেন্দ্র করে জেলে তমজিদ আলীকে হত্যার পর মরদেহ হাওরে ফেলে দেওয়া হয়। 

গোয়াইনঘাটে খালের দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে কুপিয়ে এক জেলেকে হত্যার দায়ে ২২ বছর পর চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। 

আজ ২৪ জুলাই (সোমবার) দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফখরুল ইসলাম জানান।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের আব্দুর রব, একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে আব্দুর রহমান, পাশের ইস্তি গ্রামের আব্দুল হান্নানের ছেলে রইছ আলী এবং নূর মিয়ার ছেলে ফজল উদ্দিন।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০০১ সালের ৮ অগাস্ট সকাল সাড়ে ৬টায় গোয়াইনঘাটের ইস্তি গ্রামে খালের দখলকে কেন্দ্র করে জেলে তমজিদ আলীকে হত্যার পর মরদেহ হাওরে ফেলে দেওয়া হয়।

পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ২০০২ সালের ২ মার্চ ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৩ সালের ৫ নভেম্বর সম্পূরক অভিযোগপত্র দেন সদর সার্কেল এএসপি সিদ্দিকী তানজিলুর রহমান। তারপর ২০০৪ সালে এ আদালতে মামলার বিচার শুরু হয়।  

মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় দেন উল্লেখ করে আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

ঠিকানা/এসআর
এ ছাড়া আট আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স