সামার ইয়ুথ ক্রিকেট লিগের ফাইনাল ২৯ আগস্ট
ফাইল ছবি
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমিউনিটি আউটরিচ ডিভিশন আয়োজিত সামার ইয়ুথ ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ আগামী ২৯ আগস্ট বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির বেইজলি পন্ড পার্কের মাঠে অনুষ্ঠিত হবে। দুই সেমিফাইনাল থেকে বিজয়ী দল ফাইনাল ম্যাচে অংশ নেবে। কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমিউনিটি আউটরিচ ডিভিশনের সুপারভাইজার ও সার্জেন্ট আব্দুল লতিফ জানান, ইমিগ্র্যান্ট কমিউটিনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এবং মূলধারার সঙ্গে কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। নিউইয়র্ক সিটি পুলিশ ফাউন্ডেশন এই টুর্নামেন্টে আর্থিক সহায়তা দিচ্ছে।
কমেন্ট বক্স