Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বন্যার্তদের সহয়তায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন

বন্যার্তদের সহয়তায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন বন্যার্তদের সহয়তায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন। ছবি : সংগৃহীত
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের ১১টি জেলা। এই অবস্থায় চরম সংকতের মধ্যে দিয়ে দিন পার করছেন বন্যার্তরা। চরম এই মানবিক সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই তালিকায় রয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ইনডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি। চার ঘণ্টাব্যাপী ‘জীবন সংগ্রামের ছবি’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শনীর বিশেষ আয়োজন করেছে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের এই সংগঠন।

সংগঠনটির উদ্যোগে আগামি ৩০ আগস্ট (শুক্রবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত মুক্তমঞ্চে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এসব প্রদর্শনী থেকে প্রাপ্ত আয় ব্যয় হবে বন্যার্তদের সহায়তায়।

প্রথম সেশনে দেখানো হবে ৬ টি সিনেমা। ‘দ্য সাউন্ড ইজ লাউড’, ‘ইতি ছালমা’, ‘হাওয়ার টানে, ‘আনটাং, ‘ইউর আইস, ও ‘ঘরে ফেরা’। সিনেমাগুলো পরিচালনা করেছেন যথাক্রমে- ইভান মনোয়ার, এ কে এম জাকারিয়া, ফুয়াদ নাসের, গোলাম রাব্বানী, মাশরুর পারভেজ, কামরুল আহসান।

দ্বিতীয় সেশনের সিনেমাগুলো- ‘লাইক অ্যা মুভি’, ‘রোকাইয়া’, ‘ছাড়পত্র’ ও ‘মা’। সিনেমাগুলো পরিচালনা করেছেন যথাক্রমে- আরিফুর রহমান, চৈতালি সমাদ্দার, অপরাজিতা সংগীতা, জাহিদুর রহমান ও ওমর ফারুক। তৃতীয় সেশনে দেখানো হবে তিনটি সিনেমা। ‘আই সি ইউ’, ‘হাওয়াই মিঠাই’, ও ‘বিস্মরণের নদী’।

চলচ্চিত্রগুলো পরিচালনা করেছেন লিটন কর, রাকায়েত রাব্বী, ও এন রাশেদ চৌধুরী। চতুর্থ ও শেষ পর্বে দেখানো হবে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। আমিনুর রহমানের ‘কমলাপুরাণ’ ও মোল্লা সাগর পরিচালিত ‘সাইরেন’। চলচ্চিত্র দেখে যে কেউ বন্যার্তদের পাশে থাকার জন্য হাত বাড়িয়ে দিতে পারেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটি। যে অর্থ চলে যাবে বন্যার্তদের কাছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স