মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হওয়া পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি এলেন। তার বিরুদ্ধে দায়িত্বহীনভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। ২৩ জুলাই (রবিবার) রাতে রাজধানী ওয়েলিংটনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ৩৯ বয়সী কিরি এলেন হলেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের মন্ত্রিসভার চতুর্থ মন্ত্রী, যিনি অক্টোবরে নির্বাচনের আগে পদত্যাগ করলেন । গ্রেপ্তারের পর তাকে চার ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। এ ঘটনায় তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, এলেন প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, তিনি আপাতত সংসদ সদস্য হিসাবে থাকবেন । প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে আরও বলেন, এলেন বুঝতে পেরেছেন তিনি মন্ত্রীত্ব বহাল রাখতে অযোগ্য, বিশেষ করে একজন বিচারমন্ত্রী হয়ে যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত । এলেন নিশ্চিত করেন, গত মাসে তার সাথে তার সঙ্গীর বিচ্ছেদ হয়েছে। তাই তিনি মানসিকভাবে ভালো ছিলেন না।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, তিনি পার্লামেন্টে ফিরে এসেছেন, এই বিশ্বাসে যে তিনি তার চাকরির সাথে ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন। এলেনকে একসময় লেবার পার্টির প্রিয়জন হিসেবে দেখা হতো। এমনকি তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি হওয়ার পরামর্শ দিয়েছিলেন অনেকে।
ঠিকানা/এম