মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে প্রাথমিকভাবে রাশিয়ার দখল করা অর্ধেক এলাকা কিয়েভ ইতোমধ্যে পুনর্দখল করেছে। কিয়েভ আরও অর্জনের জন্য ‘খুব কঠিন লড়াইয়ের’ মুখোমুখি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ব্লিনকেন সিএনএনকে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেছেন, ‘প্রাথমিকভাবে যা দখল করা হয়েছিল তার প্রায় ৫০ শতাংশ ইতিমধ্যেই ফিরিয়ে নেওয়া হয়েছে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো এখনো পাল্টা আক্রমণের অপেক্ষাকৃত প্রাথমিক দিন। এটি কঠিন। আগামী দুই সপ্তাহের মধ্যে এটি ঘটবে না। আমরা এখনো নজর রাখছি। আমি মনে করি এতে বেশ কয়েক মাস লাগবে।’
গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেন দ্রুত মস্কোর বাহিনীকে তার অঞ্চল থেকে সরিয়ে দিতে পারে—এমন আশা ম্লান হয়ে যাচ্ছে। কারণ কিয়েভের সেনারা দেশটির দক্ষিণ ও পূর্বে ভারীভাবে প্রবেশ করা রাশিয়ান অবস্থান লঙ্ঘন করতে লড়াই করছে। গত মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, রুশ বাহিনীর বিরুদ্ধে অগ্রগতি ‘কাঙ্ক্ষিত থেকে ধীর’। তবে কিয়েভকে দ্রুত অগ্রগতির জন্য চাপ দেওয়া হবে না। খবর : রয়টার্স
ঠিকানা/এম