Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দেবেন উপদেষ্টা আসিফ

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দেবেন উপদেষ্টা আসিফ ছবি সংগৃহীত





 
স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনী। জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। বন্যা দুর্গতদের সহযোগিতায় উপজেলা ও জেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতার জন্য পৌঁছেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরাও সেখানে যাচ্ছেন।

এরই মধ্যে বন্যাকবলিত এলাকার মানুষদের সাহায্যে প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে তিনি তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। ওই পোস্টে তিনি দেশের এমন সংকট মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স