জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিসহ (একনেক) চারটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এর একটিতেও জায়গা হয়নি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এসব কমিটি গঠন-সংক্রান্ত পৃথক গেজেট প্রকাশিত হয়েছে।
কমিটিগুলো হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বুধবার (২১ আগস্ট) গঠিত চারটি গুরুত্বপূর্ণ কমিটির তিনটিতে স্থান পেয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এর মধ্যে একনেক ও আইনশৃঙ্খলা দুটি কমিটিতেই তারা রয়েছেন।
এর বাইরে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে আসিফ মাহমুদ এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে নাহিদ ইসলাম জায়গা পেয়েছেন।
ঠিকানা/এনআই