Thikana News
২৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

টকশোতে এমপি এনামুলকে ‘শিবিরের প্রেসিডেন্ট’ বলায় মিনুর বিরুদ্ধে মামলা

টকশোতে এমপি এনামুলকে ‘শিবিরের প্রেসিডেন্ট’ বলায় মিনুর বিরুদ্ধে মামলা ছবি সংগৃহীত
রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হককে টকশোতে ‘শিবিরের প্রেসিডেন্ট’ বলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

২৩ জুলাই রোববার এনামুল হক বাদী হয়ে ঢাকার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেন।

এনামুল হক বলেন, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও ২০ জুলাই সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করত, তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’ এ ধরনের বিতর্কিত বক্তব্যে তার মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে।

বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, আমার দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। আমি অনেক উত্থান-পতন দেখেছি। আমি যা জানি সরল বিশ্বাসে তা-ই বলেছি। সত্য বলায় মামলা হলে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করা হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স