Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের কাছে দাবির পাহাড়

ছাত্র-জনতার অভ্যুত্থানের 
অন্তর্বর্তী সরকারের কাছে দাবির পাহাড়



 
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট অবসান ঘটে টানা ১৫ বছরের বেশি সময় রাষ্ট্র পরিচালনা করা আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশত্যাগ করার পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 
এর পর থেকেই বিভিন্ন গোষ্ঠী বিগত বছরগুলোতে বৈষম্যের শিকারের কথা উল্লেখ করে রাজপথে আন্দোলনে নামে। চাকরি স্থায়ীকরণ, সংস্কার, পুনর্বহাল, জাতীয়করণ, বঞ্চিত দাবি করে চাকরিতে পুনর্বহাল, বেতন বৈষম্য দূরসহ দাবির পাহাড় নিয়ে হাজির হয়েছে একঝাঁক মানুষ। এদের মধ্যে চাকরিজীবী, পেশাজীবী, শিক্ষার্থী, চিকিৎসক-নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। রাজধানীর প্রেসক্লাব, শাহবাগ, সচিবালয়ের সামনের সড়ক, সায়েন্স ল্যাব মোড়সহ বিভিন্ন এলাকায় চলছে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। এমনকি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনেও অবস্থান নিতে দেখা গেছে কোনো কোনো সংগঠনকে।
অন্তর্বর্তী সরকারের কাছে একের পর এক দাবিদাওয়া নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি। তিন দফা দাবিতে ১৯ আগস্ট সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বাংলাদেশ গ্রাম পুলিশের সদস্যরা। লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সংগঠনের সভাপতি লাল মিয়া বলেন, আমরা ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্য। ২০০৯ সালে আমাদের জাতীয় বেতন স্কেলের গেজেট হওয়া সত্ত্বেও আমরা সেই মোতাবেক বেতন পাচ্ছি না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবিগুলো হলো চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালনা করতে হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিতে হবে।
স্থগিত হওয়া চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে ২০ আগস্ট মঙ্গলবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে কয়েকশ শিক্ষার্থী। এই দাবিতে আগের দিন সোমবার ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০ আগস্ট বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।
জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়িত ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরাও এদিন সচিবালয়ের সামনে অবস্থান নেন। তাদের দাবি- চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে চাকরি রাজস্ব খাতে নিতে হবে। এর আগে ১৮ আগস্ট তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন।
করোনাকালে নানা অজুহাতে পদত্যাগে বাধ্য করা বা ছাঁটাইয়ের শিকার হওয়া ব্যাংক কর্মকর্তারা চাকরি পুনর্বহালের দাবিতে ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে বলা হয়, করোনাকালে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক তার কর্মীদের চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়ও তাদের পুনর্বহালের কথা বলা হয়। এ নিয়ে ব্যাংকারদের পক্ষে হাইকোর্টও রুল জারি করেছে। তবে বাংলাদেশ ব্যাংক ও হাইকোর্টের নির্দেশনার প্রায় ৩ বছর হলেও একজন ব্যাংকারকেও চাকরিতে পুনর্বহাল করা হয়নি। মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে চিঠিও দেন তারা।
পদোন্নতি, বঞ্চনাসহ বিভিন্ন বৈষম্য নিরসনের দাবিতে ১৯ আগস্ট বেলা ১১টায় মানববন্ধন করেন বাংলাদেশ বেতারের শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারীরা। আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তাদের দাবিগুলো হলো কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান, ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত, একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন, বাংলাদেশ বেতার থেকে নিজস্ব মহাপরিচালক নিয়োগ, নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিলপূর্বক পুনঃসংশোধন এবং নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা নেওয়া।
রাজধানীর মৎস্য ভবনের গেটের সামনে সরাসরি নিয়োগ পাওয়া কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন মৎস্য অধিদপ্তরের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা।
রাজধানীর পান্থপথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন বসুন্ধরা সিটির দোকান মালিক-কর্মচারীরা। মার্কেটের ইনচার্জের পদত্যাগ ও দোকানের ভাড়া কমানোসহ বিভিন্ন দাবি জানান তারা।
ইউরোপের বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ২ হাজার কোটি টাকার প্রতারণা করলেও মামলা নিচ্ছেন না পল্লবী থানার ওসি। এমন অভিযোগ তুলে সচিবালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। সব অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ও টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তারা।
সিদ্বেশ্বরী গার্লস স্কুলের দুজন শিক্ষকের পদত্যাগের দাবিতে শান্তিনগর মোড় অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এদিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্কুলের শিক্ষার্থীরা।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন কমিউনিটি ক্লিনিক অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করেন।
ঢাকার অদূরে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) অন্যান্য কারখানায় সমহারে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে চার দিন ধরে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা। তারা ডিইপিজেডের নির্বাহী পরিচালক আহসান কবীরের পদত্যাগও দাবি করেন।
এ ছাড়া বিগত কয়েক দিনে নিউ মার্কেটের সামনে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা, উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাজউক কলেজের শিক্ষার্থীরা, তৎকালীন বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্যদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে অবস্থান, জাতীয় প্রেসক্লাবের সামনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা, চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ, মাদরাসা বোর্ডের বৈষম্য রোধে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির মানববন্ধন, তৃণমূল নাগরিক আন্দোলনের ব্যানারে শেখ হাসিনা ও তার সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বিচারের দাবি, শিক্ষা ভবনের সামনে বিভিন্ন সংস্কারের দাবিতে ডিপ্লোমা সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন, বাংলামোটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সামনে মানববন্ধন, কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে মানববন্ধনসহ রাজধানীতে অসংখ্য স্পটে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সভা-সমাবেশ হয়েছে।


 

কমেন্ট বক্স