‘অবৈধভাবে’ গড়ে ওঠা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তাকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের ছয় কর্মকর্তা।
বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ আদেশে এ তথ্য জানা গেছে।
আগামী এক বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন বলে কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে।
নগদ ২০১৯ সালের মার্চে বাজারে প্রবেশ করে। এখনো কোম্পানিটি বাংলাদেশ ব্যাংক থেকে অস্থায়ী লাইসেন্স নিয়ে চলছে, যা দেশের আর্থিক খাতে একটি বিরল ঘটনা।
কেন্দ্রীয় ব্যাংক সপ্তমবারের জন্য অস্থায়ী লাইসেন্সের মেয়াদ বাড়িয়েছে, যা আগামী বছরের জুনে শেষ হবে।
প্রতিষ্ঠার পর থেকে দ্রুত বর্ধনশীল এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠানটি নিজেকে ‘বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল আর্থিক পরিষেবা’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। যদিও নগদে পোস্ট অফিসের কোনো মালিকানা নেই, বরং নগদের রাজস্বের একটি অংশ পায় রাষ্ট্রীয় সংস্থাটি।
ঠিকানা/এনআই