Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

এবার সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত

এবার সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত



 
জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণের পর এবার সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ১৯ আগস্ট (সোমবার) স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেয়া হবে।

সূত্র জানায়, বর্তমানে দেশের ১২ সিটি করপোরেশনে ১২ জন মেয়র রয়েছেন। তাদের অপসারণের বিষয়ে প্রজ্ঞাপন প্রস্তুত করে রেখেছে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা। একইসঙ্গে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনও প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনে রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি করপোরেশনে মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি করপোরেশনে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনে ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি করপোরেশনে আরফানুল হক রিফাত, গাজীপুর সিটি করপোরেশনে জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে রয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স