Thikana News
২৬ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শরীরের ১০টি হাড় ভেঙেছে হ্যালির

শরীরের ১০টি হাড় ভেঙেছে হ্যালির
মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। আশির দশকের শেষের দিকে রুপালি জগতে অভিষেক হয় তার। তবে দীর্ঘ ক্যারিয়ারে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে শরীরের ১০টি হাড় ভেঙেছে এই অভিনেত্রীর।

সম্প্রতি নেটফ্লিক্সকে দেওয়া সাক্ষাৎকারে হ্যালি বেরি বলেন, ‘সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আমার হাত ভেঙেছে, দুইবার পাঁজর ভেঙেছে। একবার একসঙ্গে দুই পাঁজর ভেঙেছিল। আরেকবার পাঁজরের তিনটা হাড় ভাঙে। একবার টেলবোন ভাঙে, আরেকবার পায়ের দুই আঙুল ভেঙেছিল।’

জানা গেছে, ২০১২ সালে মুক্তি পায় হ্যালি বেরি অভিনীত সিনেমা ‘ডার্ক টাইড’। এই সিনেমার শুটিংয়ের সময়ে শ্বাস বন্ধ করে পানির নিচেও ডুবে থাকতে হয়েছিল তাকে।

স্মৃতিচারণ করতে গিয়ে এ প্রসঙ্গে হ্যালি জানান, ‘ডার্ক টাইড’ সিনেমার শুটিংয়ের সময়ে আড়াই মিনিট শ্বাস বন্ধ করে ডুব দিয়েছিলাম। মনে হয়েছিল, আমি যেন মরে যাচ্ছি।

প্রসঙ্গত, হ্যালি বেরি অভিনীত ‘দ্য ইউনিয়ন’ সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে অভিনেতা মার্ক ওয়ালবার্গের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স