Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়ে যায়নি : মির্জা আব্বাস

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়ে যায়নি : মির্জা আব্বাস



 
আন্দোলন শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, , ১৬ বছর আন্দোলন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও কিছুদিন আন্দোলন চালিয়ে যেতে হবে।

১৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে মির্জা আব্বাস এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, ‘চুরির অর্থ উদ্ধার করতে পারলে দেশের অর্থনৈতিক সংকট অনেকটাই কেটে যাবে। লুটেরা এখন দেশেই আছে, তাদের গ্রেফতার করতে হবে।’
  
শত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়নি দাবি করে তিনি বলেন, ‘এখানেই হলো আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির পার্থক্য।’
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ট্রল হচ্ছে উল্লেখ করে আব্বাস বলেন, ‘কিন্তু এখানে প্রতিবাদ করবো না। কারণ, আন্দোলনের কারণেই তাকে নিয়ে ট্রল করার সুযোগ পাচ্ছেন। খালেদা জিয়াই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’
 
নিজেদের মান ইজ্জত সম্মান বাঁচাতে হলে চাঁদাবাজ, লুটেরা ও ডাকাতদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী ফোন করে আমাকে বলছেন, একজন লোক তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এরা কেউ কিন্তু বিএনপির নয়। এরপরও বিএনপির ঘাড়ে দায় চাপানো হচ্ছে।’
 
বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজ থাকলে তাদেরও সাবধান হতে বলেছেন মির্জা আব্বাস।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স