Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন ছবি সংগৃহীত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগাঁ গ্রামে প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে দুই দিন ধরে অনশন করছেন পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার এক তরুণী। এ সময় ওই তরুণীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলের পরিবারের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাস্তায় ফেলে দেয় ছেলের পরিবারের লোকজন। এ বিষয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তরুণী।

এলাকাবাসী জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মোস্তফা তিন বছর আগে চাকরি নিয়ে সৌদি আরব যান। ফেসবুকে সম্পর্ক হয় পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের আটাপাড়া গ্রামের এক তরুণীর। দীর্ঘদিন তাদের কথাবার্তা হয়। এরই মধ্যে ওই তরুণীর গোপালপুর উপজেলার চনপাড়া গ্রামে বিয়ে হয়ে যায়। প্রবাসী মোস্তফা ফুঁসলে সেখান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। চলতি মাসের ১২ জুলাই প্রবাসী মোস্তফা বাংলাদেশে আসেন।

অভিযোগে বলা হয়, গত ১৩ ও ১৫ জুলাই তরুণীর বাড়িতে যান প্রবাসী মোস্তফা। সেখানে তাদের শারীরিক সম্পর্ক হয়। গত শুক্রবার ওই তরুণীকে না জানিয়ে বিয়ে করতে যান মোস্তফা। বিয়ের খবর জেনে ছেলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী। এতে ছেলের পরিবার বিষয়টি না মেনে তাকে শারীরিক নির্যাতন করে বিভিন্ন জায়গায় জখম করে রাস্তায় বের করে দেয়। পরে সেখান থেকে পাশের আবুলের মোড়ে বিয়ের দাবিতে অনশন করছেন তিনি।

সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু বলেন, ‘শুনেছি তরুণী থানায় অভিযোগ দিয়েছে। যদি মেয়ের কোনো ক্ষতি করে থাকে, তাহলে তাকে অবশ্যই বিয়ে করতে হবে।’

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স