বাংলাদেশের ইতিহাসে আগস্টকে শোকের মাস হিসেবে পালন করা হতো। এই আগস্টে বাংলাদেশের প্রাণপুরুষ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যরা ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হন। ইতিহাসের এই ক্ষত বয়ে বেড়ানোর মধ্যেই নতুন আরেকটি কলঙ্কময় মাসের নাম সামনে আসল ‘জুলাই-২০২৪’। জুলাই হত্যাকাণ্ডের রেশ চলে শোকাবহ আগস্টের ৫ তারিখ পর্যন্ত। আন্দোলনরত ছাত্র-জনতা এই জুলাইকে নির্দিষ্ট তারিখের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকতায় জুলাই মাসকে গণনা করতে থাকেন। জুলাই মাস ৩৬ দিনে গিয়ে শেষ করেন ছাত্ররা। জুলাই থেকে শুরু হওয়া চলমান আন্দোলনে বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের হাতে শত শত শিক্ষার্থী শহীদ হয়েছেন। অবশেষে শোকের মাস ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারপ্রধান শেখ হাসিনা দেশত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ কর্মী-সমর্থকরাও গা-ঢাকা দিয়েছেন। ১৫ আগস্টকে যথাযথভাবে পালনের জন্য দলীয় কোনো দৃশ্যমান কর্মসূচিও নেই। এসব বিবেচনায় শোকাবহ আগস্ট পালনে অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছে। এছাড়া নতুন অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের রাষ্ট্রীয় ছুটি বাতিলও করেছে ছাত্র-জনতার দাবির মুখে। তাদের দাবি ‘জুলাই-২০২৪’ নির্মম হত্যাকাণ্ডের রক্তের দাগ নিয়ে ১৫ই আগস্ট পালন করতে পারবে না আওয়ামী লীগ। রাস্তায় এখনো সরব উপস্থিতি জানান দিচ্ছে ছাত্র-জনতার একটি বড় অংশ। তবে একটি কথা মনে রাখা উচিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার কন্যার ব্যর্থ শাসনের সঙ্গে তুলনা করে বিচার করা কতটুকু সমর্থনযোগ্য সেই প্রশ্নও আছে বিশেষজ্ঞ মহলে। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দিয়ে নতুন ইতিহাস রচনা বিবেকবানদের হৃদয়ে রক্তক্ষরণ বাড়াবে। ভুলে গেলে চলবে না, মানবসভ্যতার ইতিহাসে ঘৃণা ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন ১৫ই আগস্ট। ১৯৭৫ সালে এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির চিরন্তন প্রেরণার উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিণী, মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা, জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতাসংগ্রামের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল্লাহ নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নৃশংসভাবে নিহত হন।
১৫ আগস্টকে ভুলে থাকা বাঙালি জাতির পক্ষে কখনোই সম্ভব হবে না। যত দিন বাংলাদেশ এবং বাঙালি থাকবে, তত দিন বাঙালির বুকে ১৫ আগস্টের শোক চেপে থাকবে। বাঙালিকে শোক বয়ে বেড়াতে হবে। তবে ১৫ আগস্টের হত্যা, ষড়যন্ত্রই প্রথম বা শেষ নয়। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্র একটা রূপ নেয় ১৫ আগস্ট ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রায় সব সদস্যকে হত্যা করার মধ্য দিয়ে। এরপর প্রায় ৫৩ বছর কেটে গেল, সেই ষড়যন্ত্র শেষ হলো না। এখনো চলছে। হয়তো সেই ষড়যন্ত্রে পড়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। দেশের মানুষের ভালোবাসা কাছ থেকে না দেখে দূর থেকে অনুমানের ভয়াবহ ফলাফল ভোগ করছেন। দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাকে সঠিক পথে নেতৃত্ব দিতে গিয়ে পথ হারালেন। নিজের দেশের মানুষের বুকে প্রকাশ্যে গুলি চালালেন। অথচ, ১৯৭১ সালে বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি দোসরদের উদ্দেশে হুঁশিয়ারি করে বলেছিলেন, আমার দেশের মানুষের বুকে যেন আর একটি গুলিও চালানো না হয়। বঙ্গবন্ধুর হৃদয়ে ছিল বাংলাদেশ আর ভালোবাসায় ছিল ৭ কোটি বাঙালি। আজ ১৫ই আগস্ট সেই শ্রেষ্ঠ বাঙালির শাহাদতবার্ষির্কী। আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আখেরে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করি।
লেখক: সাংবাদিক