মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি।
২২ জুলাই শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শতক উপহার দিয়েছেন ডানহাতি ব্যাটার।
বাংলাদেশের ইনিংসের শেষ বলে ১০৭ রান করে রানআউটের শিকার হন ফারজানা। ১৬০ বলে ৭ চারের সাহায্যে এই রান করেন তিনি। ফারজানার শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। আরেক ওপেনার শামিমা সুলতানা ৫২ এবং অধিনায়ক নিগার সুলতানা ২৪ রান করেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার। ২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই ম্যাচে শতক হাঁকান নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।
ঠিকানা/এনআই