জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ রেজিস্ট্রার, প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেছেন। রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।
আইনুল ইসলাম বলেন, ‘উপাচার্য পদত্যাগ করেছেন। তা ছাড়া প্রক্টরিয়াল বডির সদস্যরা আমাকে পদত্যাগপত্র দিয়েছেন, আমিও পদত্যাগ করেছি। শুধু ট্রেজারার পদত্যাগ করেননি।’
উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘আমি পদত্যাগ করেছি। রাষ্ট্রপতি বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’
এ দিকে রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ পুরো প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রার, হল প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের জন্য আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকারও পদত্যাগ করেছেন।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
