নিউইয়র্কের বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিনি নেতৃবৃন্দের আহবানে নিউইয়র্ক সিটি কাউন্সিল এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার ও হাউস পররাষ্ট্র বিষয়ক কমিটির রেঙ্কিং সদস্য গ্রেগরি মিক্সকে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সহিংস ঘটনায় ব্যাপক প্রাণহানিতে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়ে ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের পক্ষে জোরদার ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের সর্বপ্রথম বাংলাদেশী বংশোদ্ভূত সদস্য শাহানা হানিফ এবং সর্বপ্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নির্বাচিত ডিস্ট্রিক্ট লিডার মোফাজ্জাল হোসেইনের নেতৃত্বে চাক শুমার ও গ্রেগরি মিক্সকে একটি চিঠি এই আহ্বান জানানো হয়েছে। চিঠিটিতে বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী এবং রাজনৈতিক সংগঠনকে উল্লেখ করে প্রায় চার শতাধিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে । মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করেও বিচারের আবেদন করে মার্কিন ফেডারেল সরকারকে ৩টি পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে। পদক্ষেপগুলো হচ্ছে-
বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার জন্য দায়ী ব্যক্তি এবং গোষ্ঠীর বিরুদ্ধে লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞার জন্য আবেদন করা হয়েছে; যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সম্পদ বাজেয়াপ্ত এবং ভ্রমণ সীমাবদ্ধ করা।
মানবাধিকার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার পরিমাপযোগ্য উন্নতির জন্য বাংলাদেশে মার্কিন সহায়তার শর্তযুক্ত আইন সমর্থন করার দাবি জানানো হয়েছে চিঠিটিতে।
মানবাধিকার সমুন্নত রাখতে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উপর বহুপাক্ষিক চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা করার দাবি জানানো হয়েছে চিঠিটিতে।
উল্লেখ যে বাংলাদেশের বাহিরে নিউইয়র্কেই বিশ্বের সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ বসবাস করেন।
ঠিকানা/এসআর