Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


আরসার শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদ গ্রেপ্তার

আরসার শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদ গ্রেপ্তার ছবি সংগৃহীত



 
সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং বাস্তুচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে অস্ত্র ও গোলাবারুদসহ টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এ সময় আরও ৫ আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে র‍্যাব।

২১ জুলাই শুক্রবার রাতে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরসার শীর্ষ সন্ত্রাসী হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘আরসা’ সন্ত্রাসীদের গ্রেপ্তারে শামলাপুর-বাহারছড়ার গহিন পাহাড়ি এলাকায় র‍্যাবের অভিযান চলছে।

এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় র‍্যাব-১৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে (কক্সবাজার) সাংবাদিকদের ব্রিফ করবে র‍্যাব।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স