অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। এই প্রধান উপদেষ্টার নাম নিশ্চিত করা হলেও উপদেষ্টাদের নাম এখনো জানা যায়নি। তবে সম্ভাব্যদের নতুন একটি তালিকা প্রকাশ পেয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ১৫ সদস্যের হতে পারে বলে গতকাল বুধবার জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. ওয়াহিদ উদ্দিন মাহমুদ
৫. হাসান আরিফ
৬. তৌহিদ হোসেন
৭. সৈয়দা রেজওয়ানা হাসান
৮. মো. নাহিদ ইসলাম
৯. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
১০. জেনারেল মাহফুজ
১১. গৌতম দেওয়ান (ক্ষুদ্র নৃগোষ্ঠী)
১২. ব্যারিস্টার সারা হোসেন
১৩. ধীরাজ মালাকার (মুক্তিযোদ্ধা + সংখ্যালঘু)
১৪. আ.ফ.ম খালিদ হাসান (আলেম সমাজের প্রতিনিধি)
অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন, তার একটি ধারণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি ফেসবুক পোস্টে লেখেন, বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।’
ঠিকানা/এএস



ঠিকানা অনলাইন


