ব্রাজিলে ২০২২ সালে গড়ে প্রতি ঘণ্টায় আটটিরও বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশেরও বেশি ভিকটিমের বয়স ১৪ বছরের কম।
ব্রাজিলের ফোরাম অব পাবলিক সিকিউরিটি (এফবিএসপি) বলছে, গত বছর প্রায় ২০ কোটি মানুষের দেশে ৭৪ হাজার ৯৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা ২০২১ থেকে ৮ দশমিক ২ শতাংশ বেশি।
পুলিশ রেজিস্টার এবং অন্যান্য সরকারি নথি থেকে গৃহীত তথ্যানুসারে, ধর্ষণের শিকার ১০ শতাংশেরও বেশি ভুক্তভোগীর বয়স চার বছরের কম। আর ধর্ষণের প্রায় ৭০ শতাংশই হয়েছে নির্যাতিতার বাড়িতে।
এনজিও সংস্থা এফবিএসপির সমন্বয়ক জুলিয়ানা মার্টিনস বলেন, কোভিড-১৯ মহামারি চলাকালীন স্কুলগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। এ সময় নির্যাতিতারা আক্রমণকারীদের কাছাকাছি ছিলেন।
তিনি দাবি করেন, স্কুলগুলো পুনরায় খোলার সঙ্গে সঙ্গে অভিযোগের সংখ্যা বেড়েছে। তা ছাড়া বিপুল সংখ্যক ধর্ষণের খবর পাওয়া যায় না। এই সংখ্যা ধর্ষণের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হতে পারে।
এফবিএসপি বলছে, ২০২২ সালে ১ হাজার ৪৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে, যা ২০২১ সাল থেকে ৬.১ শতাংশ বেড়েছে। এ ছাড়া স্বামী-স্ত্রীর সহিংসতার ঘটনা ঘটেছে ২ লাখ ৪৫ হাজার ৭১৩টি, যা ২০২১ সালের তুলনায় ২.৯ শতাংশ বেশি।
ঠিকানা/এনআই