Thikana News
৩১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

প্রায় তিন দশক পর ভারতের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড শ্রীলঙ্কার

প্রায় তিন দশক পর ভারতের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড শ্রীলঙ্কার ছবি : সংগৃহীত
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে  ২৪৮ রান তুলে লঙ্কানরা। কলম্বোর এই ম্যাচে ২৬.১ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়ে যায় ভারত। এতে  স্বাগতিকেরা জয় পায় ১১০ রানের বড় ব্যবধানে। তাতে নিজেদের ইতিহাসে মাত্র তৃতীয় ও ১৯৯৭ সালের পর প্রথমবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

ভারত ও শ্রীলঙ্কা একটা সময় নিয়মিতই খেলত দ্বিপক্ষীয় সিরিজ, তবে সাম্প্রতিক সময়ে সেটি কমে এসেছে বেশ। সব মিলিয়ে দুদলের এটি ছিল ২১তম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগে শ্রীলঙ্কা জিতেছিল মাত্র দুবার-১৯৯৩ ও ১৯৯৭ সালে। সিরিজ ড্র হয়েছে তিন বার।

সিরিজের প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। আজ শেষ ম্যাচেও ঐতিহাসিক জয় তুলে নেয় লঙ্কানরা। 

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৪৮/৭ (আভিস্কা ৯৬, কুশল ৫৯, নিশাঙ্কা ৪৫; পরাগ ৩/৫৪, সুন্দর ১/২৯, কুলদীপ ১/৩৬)।
ভারত: ২৬.১ ওভারে ১৩৮ (রোহিত ৩৫, সুন্দর ৩০, কোহলি ২০; ভেল্লালাগে ৫/২৭, ভ্যান্ডারসে ২/৩৪, তিকশানা ২/৪৫)।
ফল: শ্রীলঙ্কা ১১০ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচে সিরিজে শ্রীলঙ্কা ২-০-তে জয়ী

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স