সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৮ রান তুলে লঙ্কানরা। কলম্বোর এই ম্যাচে ২৬.১ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়ে যায় ভারত। এতে স্বাগতিকেরা জয় পায় ১১০ রানের বড় ব্যবধানে। তাতে নিজেদের ইতিহাসে মাত্র তৃতীয় ও ১৯৯৭ সালের পর প্রথমবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।
ভারত ও শ্রীলঙ্কা একটা সময় নিয়মিতই খেলত দ্বিপক্ষীয় সিরিজ, তবে সাম্প্রতিক সময়ে সেটি কমে এসেছে বেশ। সব মিলিয়ে দুদলের এটি ছিল ২১তম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগে শ্রীলঙ্কা জিতেছিল মাত্র দুবার-১৯৯৩ ও ১৯৯৭ সালে। সিরিজ ড্র হয়েছে তিন বার।
সিরিজের প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। আজ শেষ ম্যাচেও ঐতিহাসিক জয় তুলে নেয় লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৪৮/৭ (আভিস্কা ৯৬, কুশল ৫৯, নিশাঙ্কা ৪৫; পরাগ ৩/৫৪, সুন্দর ১/২৯, কুলদীপ ১/৩৬)।
ভারত: ২৬.১ ওভারে ১৩৮ (রোহিত ৩৫, সুন্দর ৩০, কোহলি ২০; ভেল্লালাগে ৫/২৭, ভ্যান্ডারসে ২/৩৪, তিকশানা ২/৪৫)।
ফল: শ্রীলঙ্কা ১১০ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচে সিরিজে শ্রীলঙ্কা ২-০-তে জয়ী
ঠিকানা/এএস