Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারে আলেমদের প্রতিনিধিত্ব চায় হেফাজতে ইসলাম

অন্তর্বর্তী সরকারে আলেমদের প্রতিনিধিত্ব চায় হেফাজতে ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ৭ আগস্ট (বুধবার) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

তারা বলেন, ‘কোনো গড়িমসি না করে অতি দ্রুত একটি সর্বজনগ্রাহ্য ও স্বল্পমেয়াদি অন্তর্বর্তী সরকার ঘোষণা দিতে রাষ্ট্রপতিকে জোর আহ্বান জানাচ্ছি। ওই অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের প্রতিনিধিত্বও নিশ্চিত করতে হবে। কারণ ৫ মে শাপলা চত্বর থেকে শুরু করে এ পর্যন্ত আলেমদের ব্যাপক ত্যাগ রয়েছে। এমনকি ছাত্র-জনতার বিপ্লবে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণ ও ত্যাগও অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং ছাত্রদের বিপ্লব চুরি করে এখন কোনো ষড়যন্ত্র হলে আমরা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হব।’

তারা আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় দেশের নানা প্রান্তে ভাঙচুর, ডাকাতি ও অস্থিরতা চলছে। নানা ধরনের নেতিবাচক খবর আসছে; এতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে এসব প্রতিরোধে তিন বাহিনীর প্রধানকে আরও ব্যাপক নিরাপত্তা পদক্ষেপ নিতে হবে।’

বিবৃতিতে নেতারা বলেন, ‘আমাদের নেতাকর্মী ও সমর্থকদের বলছি, আপনারা নিজ নিজ এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম গঠন করুন। রাতে ও দিনে ভাগ করে টিমগুলোকে দায়িত্ব দিন। নিজ নিজ এলাকার সরকারি স্থাপনা, থানা, দোকানপাট ও সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় পাহারা দিন। এ ক্রান্তিকালে আবারও আপনাদের পূর্ণ সক্রিয়তার আহ্বান জানাচ্ছি। এই উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় যার যার জায়গায় ঐক্যবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আমাদের দেশকে আমাদেরই হেফাজত করতে হবে।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স