Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ডিএমপির সব সদস্যকে ছুটি দেওয়ার খবর সঠিক নয় : পুলিশ সদর দপ্তর

ডিএমপির সব সদস্যকে ছুটি দেওয়ার খবর সঠিক নয় : পুলিশ সদর দপ্তর
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে (ফোর্স) ছুটি দেওয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়। ৬ আগস্ট (মঙ্গলবার) রাতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এই কথা জানানো হয়েছে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক চলছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য প্রবেশ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।

৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশাল এক গাড়ি বহর নিয়ে তারা বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে, সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কসহ দুই শিক্ষক। 

জানা গেছে, শিক্ষকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স