Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কুমিল্লার সাবেক কাউন্সিলরের বাসায় আগুন, দগ্ধ ৬ লাশ উদ্ধার

কুমিল্লার সাবেক কাউন্সিলরের বাসায় আগুন, দগ্ধ ৬ লাশ উদ্ধার
কুমিল্লা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহ আলমের বাসভবন থেকে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকার তিনতলা বাসায় বিক্ষুব্ধ লোকজনের দেওয়া আগুনে তারা মারা যান। ৬ আগস্ট (মঙ্গলবার) ময়নাতদন্ত ছাড়াই জানাজা শেষে এসব মরদেহ দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার শতাধিক বিক্ষুব্ধ জনতা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কাউন্সিলর শাহ আলমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে তাদের কেউ কেউ বাড়িটির ৩য় তলায় গিয়ে ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। অপর একটি গ্রুপ বাড়িটির নিচতলায় ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়িটির তিনতলায় অবস্থানকারীরা নিচে নামতে না পেরে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে আগুনে পুড়ে মারা যান।

আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান মুকুল (২২), রনি (১৬) ও মহিন (১৭)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। যাদের মধ্যে গুরুতর আহত একজনকে আইসিউতে নেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তিনি শুনেছেন, তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করায় পুলিশ মরদেহ থানায় আনেনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স