Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


সাভারে সংঘর্ষে নিহত ১৯, আহত অর্ধশতাধিক

সাভারে সংঘর্ষে নিহত ১৯, আহত অর্ধশতাধিক ছবি সংগৃহীত



 
ঢাকার সাভারে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিতে ১৯ জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, নারী শিশু হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল সূত্রে হতাহতের তথ্য জানা যায়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, সোমবার (৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে আন্দোলনে অংশগ্রহণকারী ২০০ থেকে ৩০০ জন আশুলিয়া থানায় হামলা চালায়।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল, গুলি ছোড়ে। আন্দোলনকারীরাও পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে। দায়িত্ব পালনকালে দৈনিক দেশ রূপান্তরের আশুলিয়া প্রতিনিধি খোকা মোহাম্মদ চৌধুরী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

অপরদিকে সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাভার বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি সৈয়দ হাসিবুন নবী ছররা গুলির আঘাতে আহত হয়েছেন। এতে অর্ধশতাধিক লোক আহত হন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স