Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা

ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা ছবি সংগৃহীত
বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের গাজিয়াবাদের হিন্দোন এয়ারবেসে পৌঁছেছে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে হেলিকপ্টারটি অবতরণ করে। ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা তাদের বরণ করেন। তিনি ভারত থেকে লন্ডনে যেতে পারেন।

টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স