Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

৪ লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে মিছিল-স্লোগান

৪ লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে মিছিল-স্লোগান ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। বেড়েই চলছে নিহতের সংখ্যা। রোববার (৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভকারীরা চারজনের লাশ নিয়ে গেছেন। সন্ধ্যা ছয়টার দিকে নিহত চারজনের লাশ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখান থেকে একজনের লাশ নিয়ে শাহবাগে মিছিল করেন আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। সেখান থেকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পুলিশ বাধা দেয়।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ গুলি ছুড়তে শুরু করে। আন্দোলনকারীদের লক্ষ্য করে এ সময় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটও ছোড়া হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স