Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

মেসির অভিষেক ম্যাচ দেখবেন যেভাবে

মেসির অভিষেক ম্যাচ দেখবেন যেভাবে





 
কোটি কোটি ফুটবলপ্রেমী পাখির চোখ করে আছে ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির অভিষেক ম্যাচে। ধারণা করা হচ্ছে, আগামীকাল ভোরে ক্রুজ আজুলের বিপক্ষে এমএলএস ক্লাবটির হয়ে নতুন যাত্রা শুরু করবেন আর্জেন্টাইন সুপারস্টার। আর মেসির এই অভিষেক দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরাও।

বাংলাদেশ থেকে এমএলএসের খেলা দেখার জন্য নির্ধারিত কোনো টিভি চ্যানেল নেই। তবে অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশ থেকে ইন্টার মিয়ামির ম্যাচ দেখা যাবে। সেক্ষেত্রে শর্ত হলো, দর্শককে অবশ্যই অ্যাপলের ডিভাইস ব্যবহারকারী হতে হবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে। তাছাড়া স্পোর্টসফাই নামের অ্যাপ থেকেও দেখা যাবে ইন্টার মিয়ামির জার্সিতে লিওনেল মেসির খেলা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার লীগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে খেলতে নামবে ইন্টার মিয়ামি। সময়ের তারতম্যের কারণে বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচে লিওনেল মেসি খেলবেন কি না, এই প্রসঙ্গে ইন্টার মিয়ামির নতুন কোচ টাটা মার্টিনো বলেন, ‘এখন পর্যন্ত আমি যা দেখেছি, সে খেলার জন্য ফিট আছে।  আশা করছি, শুক্রবারের (বাংলাদেশি সময়ে শনিবার) ম্যাচে সে থাকতে পারবে।

তবে শুরু থেকে খেলবে নাকি বিরতির পর মাঠে নামবে সে ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি।’
ক্রুজ আজুলের বিপক্ষে খেলার ইঙ্গিত দিয়েছেন লিওনেল মেসিও। আজ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি এখানে (ইন্টার মিয়ামিতে) আসতে পেরে আনন্দিত এবং রোমাঞ্চিত। আমি প্রতিদ্বন্দ্বিতা করতে, জিততে এবং ক্লাবকে এগিয়ে যেতে সাহায্য করতে চাই। আগামীকাল দেখা হবে।’ ‘আগামীকাল দেখা হবে’ দিয়ে হয়তো ক্রুজ আজুলের বিপক্ষে নিজের অভিষেকের ইঙ্গিতই দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স